অধ্যায়-৪ : বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল অংশের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উদ্দীপক থেকে সরাসরি হবে না, প্রশ্ন করা হবে যে কোনো অধ্যায় থেকে। তাই কমন পড়ার লক্ষ্যে এ অধ্যায় থেকে কিছু অতিরিক্ত জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ তুলে ধরা হলো।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত জন মানুষ বাস করে?

উত্তরঃ ১০১৫ জন।

প্রশ্ন-২। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ অষ্টম।

প্রশ্ন-৩। ‘জনমিতি’ শব্দটির বিশ্লেষিত রূপ কয়টি?

উত্তরঃ ২টি।

প্রশ্ন-৪। ‘জন’ অর্থ কি?

উত্তরঃ মানুষ।

প্রশ্ন-৫। ‘মিতি’ অর্থ কি?

উত্তরঃ পরিমাপ।

প্রশ্ন-৬। জনমিতিকে কী বলা যায়?

উত্তরঃ জনবিজ্ঞান।

প্রশ্ন-৭। অভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে?

উত্তরঃ দেশের ভেতরে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে।

প্রশ্ন-৮। সামাজিক গতিশীলতা কি?

উত্তরঃ সামাজিক গতিশীলতা হলো সামাজিক পদমর্যাদার পরিবর্তন।

 

প্রশ্ন-৯। জন্মহার কাকে বলে?

উত্তরঃ কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে (এক বছরে) প্রতি হাজার নারী মোট কতসংখ্যক জীবিত সন্তান জন্ম দিয়েছে, সে সংখ্যাকেই জন্মহার বলে।

প্রশ্ন-১০। অন্তর্গমন কাকে বলে?

উত্তরঃ কোনো দেশের অভ্যন্তরে মানুষের গমনাগমনকে অন্তর্গমন বলে।

প্রশ্ন-১১। স্থানান্তর কাকে বলে?

উত্তরঃ বসবাসের স্থান স্থায়ীভাবে পরিবর্তন করাকে স্থানান্তর বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *