অধ্যায়-৫ : বাংলাদেশের সমাজ, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল অংশের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উদ্দীপক থেকে সরাসরি হবে না, প্রশ্ন করা হবে যে কোনো অধ্যায় থেকে। তাই কমন পড়ার লক্ষ্যে এ অধ্যায় থেকে কিছু অতিরিক্ত জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ তুলে ধরা হলো।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত?

উত্তর : পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত।

প্রশ্ন-২. একত্রে বসবাসের ফলে মানুষের মধ্যে কী সৃষ্টি হয়?

উত্তর : একত্রে বসবাসের ফলে মানুষের মধ্যে আত্মীয়তা ও বন্ধুত্ব সৃষ্টি হয়।

প্রশ্ন-৩. সমাজের রূপান্তরকে কয় স্তরে ভাগ করা যায়?

উত্তর : সমাজের রূপান্তরকে ছয়টি স্তরে ভাগ করা যায়।

প্রশ্ন-৪. কোনটি মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়?

উত্তর : নদী।

প্রশ্ন-৫. কৃষিভিত্তিক সমাজের সূচনা হয় কত বছর আগে?

উত্তর : খ্রিস্টপূর্ব চার হাজার অব্দেরও পূর্বে।

প্রশ্ন-৬. সমাজজীবনের ভিত্তি কী?

উত্তর : সমাজজীবনের ভিত্তি হলো পরিবার।

প্রশ্ন-৭. প্রাকৃতিক অবস্থার অপর নাম কী?

উত্তর : প্রাকৃতিক অবস্থার অপর নাম ভৌগোলিক পরিবেশ।

প্রশ্ন-৮. কৃষিকাজের উদ্ভাবক কারা?

উত্তর : মেয়েরা কৃষিকাজের উদ্ভাবক।

প্রশ্ন-৯. প্রকৃতির মূল উপাদান কয়টি?

উত্তর : চারটি।

প্রশ্ন-১০. সমাজজীবনের ভিত্তি কী?

উত্তর : জ্ঞাতিসম্পর্ক।

 

প্রশ্ন-১১. কৃষিভিত্তিক সমাজের চাষ পদ্ধতিকে কী বলে?

উত্তর : কোদাল চাষ।

প্রশ্ন-১২. কত শতকের মধ্যভাগে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়?

উত্তর : উনিশ শতকের মধ্যভাগে।

প্রশ্ন-১৩. উয়ারী-বটেশ্বর কোন জেলার নিদর্শন?

উত্তর : নরসিংদী জেলার নিদর্শন।

প্রশ্ন-১৪. দ্রব্য বিনিময় প্রথা চালু হয় কোন সমাজে?

উত্তর : পশুপালন সমাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *