তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (একাদশ ও দ্বাদশ শ্রেণি)

প্রশ্ন-১. ডেটা (Data) কি?
উত্তর : Data শব্দটি ল্যাটিন শব্দ Datum-এর বহুবচন। Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান। অর্থাৎ তথ্যের ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে ডেটা।

প্রশ্ন-২. ডেটাবেজ (Database) কাকে বলে?
উত্তর : পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেজ (Database) বলে।

প্রশ্ন-৩. ডেটাবেজের উপাদানগুলো কী কী?
উত্তর : ডেটাবেজের বিভিন্ন উপাদানগুলো হলোঃ
১. ডেটা (Data)
২. রেকর্ড (Record)
৩. ফিল্ড (Field)
৪. ডেটা টেবিল (Data Table)।

প্রশ্ন-৪. ফিল্ড (Field) বলতে কি বুঝায়?
উত্তর : রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হলো ফিল্ড। রেকর্ডের প্রতিটি উপাদান যেমনঃ নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদিকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়।

প্রশ্ন-৫. এনটিটি সেট (Entity set) কাকে বলে?
উত্তর : একই জাতীয় এনটিটিকে এনটিটি সেট (Entity set) বলে। একটি ডেটাবেজকে এনটিটি সেট বলা যেতে পারে।

প্রশ্ন-৬. এট্রিবিউট (Attribute) কাকে বলে?
উত্তর : একটি এনটিটি এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তাকে এট্রিবিউট বলে।

প্রশ্ন-৭. ভ্যালু (Value) কাকে বলে?
উত্তর : প্রত্যেকটি এট্রিবিউট এর যে মান থাকে তাকে ভ্যালু বলে। যেমন- নাম এট্রিবিউট এর ভ্যালু হচ্ছে জাভেদ আহমেদ, কাজে যোগদানের তারিখ এট্রিবিউট এর ভ্যালু হচ্ছে ০৫/০৩/০৯। 

প্রশ্ন-৮. এনটিটি রিলেশনশীপ মডেল (E-R Model) কি?
উত্তর : এনটিটি রিলেশনশীপ মডেল (E-R Model) হলো একটি এনটিটি সেটের বিভিন্ন এনটিটিগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতি।

প্রশ্ন-৯. কী বা কী ফিল্ড কাকে বলে?
উত্তর : যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেজের অপরাপর ফিল্ডের তথ্যাবলি শনাক্ত করা হয় তাকে কী বা কী ফিল্ড বলে।

প্রশ্ন-১০. প্রাইমারি কী (Primary Key) কাকে বলে?

উত্তর : ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায় সেই ফিল্ডকে প্রাইমারি কী বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *