কম্পিউটার ও কম্পিউটার সংক্রান্ত বিষয়াদি প্রশ্ন ও উত্তর
উত্তরঃ UNIVAC
প্রশ্ন-২. কম্পিউটারের ভাষা কি ধরণের?
উত্তরঃ গানিতিক ও বৈদ্যুতিক
প্রশ্ন-৩. সুপারকম্পিউটারের উদ্ভাবক কে?
উত্তরঃ সেসুর ক্রে
প্রশ্ন-৪. ল্যাপটপ কি?
উত্তরঃ ছোট ধরনের কম্পিউটার
প্রশ্ন-৫. ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়?
উত্তরঃ নির্ধারিত ফাইল অনুলিপি করা
প্রশ্ন-৬. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য কোনটি উপযোগী?
উত্তরঃ ওয়াইম্যাক্স
প্রশ্ন-৭. কম্পিউটারের প্রিন্টার লেজার জেট উদ্ভাবিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৪সালে
প্রশ্ন-৮. RAM এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Random Access Memory
প্রশ্ন-৯. হাইব্রিড কম্পিউটার কি?
উত্তরঃ সমন্বিত অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার
প্রশ্ন-১০. সুপারকম্পিউটারের উদাহরণ কি?
উত্তরঃ CARY-1
প্রশ্ন-১১. RAM বলতে কি বোঝায়?
উত্তরঃ কম্পিউটারের কর্ম এলাকা বোঝায়। এটি একটি অস্থায়ী মেমরি।
প্রশ্ন-১২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে কি বলা হয়?
উত্তরঃ বাস
প্রশ্ন-১৩. NOVA-3 কোন ধরনের কম্পিউটার?
উত্তরঃ মিনি কম্পিউটার
প্রশ্ন-১৪. হার্ডওয়্যার কি?
উত্তরঃ কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে হার্ডওয়্যার বলা হয়।
প্রশ্ন-১৫. সফটওয়্যার কি?
উত্তরঃ কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলা হয়।
প্রশ্ন-১৬. কম্পিউটার ভাইরাস আসে কত সালে?
উত্তরঃ ১৯৫০ সালে
প্রশ্ন-১৭. কম্পিউটার ভাইরাস নাম দেন কে?
উত্তরঃ ফ্রেড কোহেন
প্রশ্ন-১৮. ১ম প্রোগামিং ভাষা কোনটি?
উত্তরঃ ADA
প্রশ্ন-১৯. Virus এর ফুল ফর্ম কি?
উত্তরঃ Vital Information Resources Under Seize
প্রশ্ন-২০. প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা কোনটি?
উত্তরঃ মেশিন ভাষা
উত্তরঃ ১৯৭১ সালে
প্রশ্ন-৫২. একটি কম্পিউটারের কতটি প্রধান অংশ রয়েছে?
উত্তরঃ ৩টি
প্রশ্ন-৫৩. টুইটারের জনক কে?
উত্তরঃ জ্যাক ডোরসেই (যুক্তরাষ্ট্র, ২০০৬)
প্রশ্ন-৫৪. ই-বুক এর জনক কে?
উত্তরঃ মাইকেল এস হার্ট
প্রশ্ন-৫৫. ই-মেইল এর জনক কে?
উত্তরঃ রেন্ডম স্যামুয়েল টমলিনসন (যুক্তরাষ্ট্র)
প্রশ্ন-৫৬. কম্প্যাক্ট ডিস্ক (সিডি) এর জনক কে?
উত্তরঃ নোরিও ওহগা (জাপান)
প্রশ্ন-৫৭. কম্পিউটার মাউসের জনক কে?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট (যুক্তরাষ্ট্র)
প্রশ্ন-৫৮. আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ বিল মোগারিজ
প্রশ্ন-৫৯. লগারিদম এর উদ্ভাবক কে?
উত্তরঃ জন নেপিয়ার
প্রশ্ন-৬০. বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তরঃ লেডি অ্যাডা অগাস্টা
উত্তরঃ ১৯৬৪ সালে
প্রশ্ন-৬২. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি?
উত্তরঃ পিডিপি-১
প্রশ্ন-৬৩. কম্পিউটার চালু করলে কোন অংশ প্রথম কার্যকর হয়?
উত্তরঃ কম্পিউটারের রেজিস্টার অংশ প্রথম কার্যকর হয়
প্রশ্ন-৬৪. HAL 9000 কি?
উত্তরঃ একটি অত্যাধুনিক কম্পিউটার
প্রশ্ন-৬৫. কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তরঃ হাওয়ার্ড এ্যাইকিন
প্রশ্ন-৬৬. মাইক্রোপ্রসেসর তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৯৭১ সালে
প্রশ্ন-৬৭. মাইক্রোপ্রসেসর কোন কোম্পানি তৈরি করেন?
উত্তরঃ ইন্টেল কোম্পানি
প্রশ্ন-৬৮. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের মেমরির ফিতায় কোন ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
উত্তরঃ স্থায়ী চুম্বক
প্রশ্ন-৬৯. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে?
উত্তরঃ ১৯৮১ সালে, এপসন কোম্পানি
প্রশ্ন-৭০. তথ্যের ক্ষুদ্রতম একক কি?
উত্তরঃ ডেটা
প্রশ্ন-৭১. ডেটা শব্দের অর্থ কি?
উত্তরঃ ফ্যাক্ট
প্রশ্ন-৭২. তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের সাথে যুক্ত কি?
উত্তরঃ তথ্য প্রযুক্তি
প্রশ্ন-৭৩. ICT in Education Program প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ UNESCO
প্রশ্ন-৭৪. কম্পিউটারের ভেতরে কি রয়েছে?
উত্তরঃ অসংখ্য বর্তনী
প্রশ্ন-৭৫. তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করাকে কি বলা হয়?
উত্তরঃ কম্পিউটার
প্রশ্ন-৭৬. কম্পিউটারের কয়টি জিনিস গুরুত্বপূর্ণভাবে কাজ করে?
উত্তরঃ ৪টি
প্রশ্ন-৭৭. মনো এফএম ব্যান্ড চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৬ সালে
প্রশ্ন-৭৮. স্টেরিও ব্যান্ড চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৬০ সালে
প্রশ্ন-৭৯. সারাবিশ্বে এফএম ফ্রিকোয়েন্সীর মান কত?
উত্তরঃ ৮৭.৫-১০৮.০ হার্জ
প্রশ্ন-৮০. Radio Communication System – এ কয় ধরণের ব্রডকাস্টিং থাকে?
উত্তরঃ ৩ ধরনের
উত্তরঃ Phase Alternation by Line
প্রশ্ন-৮২. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি?
উত্তরঃ ইন্টারনেট
৮৩) ইন্টারনেট চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৯সালে
৮৪) ইন্টারনেট শব্দটি চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৮২ সালে
৮৫) ARPANET এ TCP/IP চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৩ সালে
৮৬) NSFNET প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৬ সালে
৮৭) ARPANET বন্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৯৯০ সালে
৮৮) সার্বজনীনভাবে ইন্টারনেট কত সালে উন্মুক্ত হয়?
উত্তরঃ ১৯৮৯ সালে
৮৯) ISOC প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৯২ সালে
৯০) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৯-১৯৮৩
৯১) বিশ্বগ্রামের মূল ভিত্তি কি?
উত্তরঃ নিরাপদ তথ্য আদান প্রদান
৯২) বিশ্বগ্রামের মেরুদণ্ড কি?
উত্তরঃ কানেক্টিভিটি
৯৩) বর্তমান বিশ্বে জ্ঞানের প্রধান ভান্ডার কি?
উত্তরঃ ওয়েবসাইট
৯৪) EHR এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Electionic Health Records
৯৫) অফিসের সার্বিক কার্যক্রম সয়ংক্রিয়ভাবে করাকে কি বলে?
উত্তরঃ অফিস অটোমেশন
৯৬) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় কোনটি?
উত্তরঃ প্রোগামিং ল্যাংগুয়েজ
৯৭) রোবটের উপাদান কি কি?
উত্তরঃ Power System, Actuator, Sensor, Manipulation
৯৮) কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় থাকবে?
উত্তরঃ ৫ প্রজন্মের কম্পিউটারে
৯৯) PCB এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Printed Circuit Board
১০০) GPS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Global Positioning System