সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য কি?

সমীকরণ
  •  সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে।
  •  উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে।
  •  চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হয়।
  •  চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হতে পারে।
  •  সকল সমীকরণ সূত্র নয়।

অভেদ

  •  দুই পক্ষে দুইটি বহুপদী থাকে।
  •  উভয় পক্ষে বহুপদীর মাত্রা সমান থাকে।
  •  চলকের মূল সেটের সকল মানের জন্য সাধারণত সমতাটি সত্য হয়।
  •  চলকের অসংখ্য মানের জন্য সমতাটি সত্য।
  •  সকল বীজগণিতীয় সূত্রই অভেদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *