রৈখিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি কাকে বলে?
যদি কোনো বস্তুর গতি দিক পরিবর্তন না করে তবে তাকে রৈখিক গতি বলে। কোনো বস্তুর গতি যদি একটি সমতলে পরিবর্তন হতে পারে তবে তাকে দ্বিমাত্রিক গতি বলে। আবার বস্তুর গতি যদি যেকোনো দিকে পরিবর্তিত হতে পারে তবে সেই বস্তুর গতিকে ত্রিমাত্রিক গতি বলে।