ফিজিক্যাল মেডিসিন (Physical Medicine) কি?

ফিজিক্যাল মেডিসিন চিকিৎসাবিজ্ঞানে মেডিসিন বিভাগের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় ও মূল্যায়নসহ ঔষধের পাশাপাশি রোগীকে বিভিন্ন ধরনের থেরাপি (যেমনঃ Heat therapy, cold therapy, exercise therapy ইত্যাদি), Mobility training, communication এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে পূর্ণবাসন করা হয়। ১৯৩১ সালে ইংল্যান্ডে সর্বপ্রথম এই বিভাগের যাত্রা শুরু হয়। প্যারালাইসিস, স্ট্রোক, বাত প্রভৃতি ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন চিকিৎসা পদ্ধতিটি খুবই কার্যকরী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *