তরল পদার্থের প্রকৃত ও আপাত প্রসারণ কাকে বলে?
প্রকৃত প্রসারণ : তরল পদার্থকে পাত্রে না রেখে উত্তপ্ত করা সম্ভব হলে তরলের প্রকৃত যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। তরল পদার্থ পাত্রে রেখে উত্তপ্ত করা হয় বলে পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাই প্রকৃত প্রসারণ।
আপাত প্রসারণ : পাত্রের প্রসারণ বিবেচনা না করে তরলের আপাত যে প্রসারণ দেখা যায় অর্থাৎ পাত্রের সাপেক্ষে তরলের যে প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ বলে।