ইন্ডাস্ট্রিয়াল রোবট (Industrial robot) কি?
ইন্ডাস্ট্রিয়াল রোবট হচ্ছে এক ধরনের উচ্চক্ষমতা ও দক্ষতা সম্পন্ন রোবট (robot), যার দ্বারা শিল্প-কারখানায় বিপজ্জনক যান্ত্রিক কাজ করা যায়। যেমন জাহাজশিল্পে ওয়েল্ডিং এর মতো বিপজ্জনক কাজে, যেখানে মানুষের চোখ পাকাপাকিভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে।
সেসব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল রোবট একটানা কাজ করে যেতে পারে। তারা কখনো ক্লান্ত হয় না এবং একঘেয়ে কাজের অভিযোগও করে না। ইন্ডাস্ট্রির যেসব কাজ মানুষের জন্য বিপজ্জনক সেসব কাজের জন্যই তৈরি এই ইন্ডাস্ট্রিয়াল রোবট। মানুষের নির্দেশনায় অত্যন্ত দক্ষতার সাথে বিপজ্জনক কাজগুলো সম্পন্ন করে এই রোবট।