কার্যকরী মূলক কাকে বলে? ফেনলের ব্যবহার লিখ।
যে সকল পরমাণু বা পরমাণুগুচ্ছ বা মূলক কোনো জৈব যৌগের অণুর মধ্যে উপস্থিত থেকে ঐ যৌগগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক (Functional Groups) বলে। যেমন– অ্যালকোহলের কার্যকরী মূলক হলো হাইড্রক্সিল মূলক (–OH), ফ্যাটি এসিডের কার্যকরী মূলক হলো কার্বক্সিল মূলক (–COOH) ইত্যাদি।
ফেনলের ব্যবহার লিখ।
ফেনলের ব্যবহার নিচে উল্লেখ করা হলো–
- ফেনল ফরম্যালডিহাইড প্লাস্টিক (যেমন, ব্যাকেলাইট) উৎপাদনে ব্যবহৃত হয়।
- নাইনল প্রস্তুতিতে যে সাইক্লোহেক্সানল ব্যবহৃত হয় সেটি উৎপাদনে ফেনল ব্যবহৃত হয়।
- ওষুধ শিল্পে কতিপয় ওষুধ যেমন, স্যালিসাইলিক এসিড, ‘স্যালল’ বা ফিনাইল সিলিসাইলেট, বেদনানাশক অ্যাসপিরিন প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
- পিকরিক এসিড উৎপাদনে, ফিনলফথ্যালিন এবং অন্যান্য কতিপয় রঞ্জক তৈরিতে ব্যবহৃত হয়।
- গাছ সংরক্ষণকারী হিসেবে ফেনল ব্যবহৃত হয়।