তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : প্রাথমিক ধারণা (একাদশ ও দ্বাদশ শ্রেণি)

প্রশ্ন-১. তথ্য প্রযুক্তি কি? (What is Information Technology?)

উত্তর : কম্পিউটার এবং টেলিযোগাযোগের মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়।

প্রশ্ন-২. কম্পিউটার কি? (What is a Computer?)

উত্তর : কম্পিউটার হচ্ছে অতি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র, যার সাহায্যে বড় বড় গাণিতিক হিসাব খুব অল্প সময়ে সম্পন্ন করা যায়।

 

প্রশ্ন-৩. স্যাটেলাইট কি? (What is a Satellite?)

উত্তর : পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সমিটার হলো স্যাটেলাইট।

প্রশ্ন-৪. ইন্টারনেট (Internet) কি?

উত্তর : ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে নেটওয়ার্কের নেটওয়ার্ক বা ইন্টারনেটওয়ার্কও বলা হয়।

প্রশ্ন-৫. ই-মেইল (E-mail) কি?

উত্তর : ই-মেইল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *