ক্লিপবোর্ড কি? রিরাইটেবল সিডি (CD-RW) বলতে কি বুঝায়?
ক্লিপবোর্ড র্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে। ক্লিপবোর্ড কমান্ড তিনটি – cut, copy, paste। যখন কোনো প্রোগ্রামের এডিট মেনু থেকে cut বা copy কমান্ড দিয়ে কোনো টেক্সট, ইমেজ বা অন্য কোনো ধরনের ডেট ফাইল সিলেক্ট করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়। একইভাবে paste কমান্ডের মাধ্যমে ক্লিপবোর্ডের ডেটাকে কোনো ডকুমেন্ট বা প্রোগ্রামের মাঝে পেস্ট করা যায়।
রিরাইটেবল সিডি (CD-RW) বলতে কি বুঝায়?
রিরাইটেবল সিডি বা CD-RW বলতে এমন এক ধরনের সিডিকে বোঝায় যেখানে একই জায়গায় অনেকবার লেখা যায়। CD-RW তে লেখার জন্য সিডি রাইটার ব্যবহার করা হয়। CD-RW প্রথম অবস্থায় চকচকে থাকে। কোন অংশে কিছু লেখার সময় সেই অংশটি লেজার রশ্মির সাহায্যে বেশি তাপমাত্রায় গরম করে তারপর ঠাণ্ডা করা হয়। ফলে অংশটি আর চকচকে থাকে না। তাই CD-RW টি পড়ার সময় এ অংশ থেকে লেজার রশ্মি কম প্রতিফলিত হয় এবং লেখাটি পড়া যায়। CD-RW ড্রাইভে তিন ধরনের লেজার সিস্টেম আছে। প্রথমটি ডাটা পড়ার জন্য, দ্বিতীটি লেখার জন্য এবং তৃতীয়টি মুছে ফেলার জন্য।