স্মার্টফোন কি? স্মার্টফোনের বৈশিষ্ট্য What is Smartphone?
স্মার্টফোন (Smartphone) হলো বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্লাটফর্মের ওপর প্রতিষ্ঠিত। কতগুলো জনপ্রিয় স্মার্টফোন হলো– Apple, Blackberry, HTC, LG, Motorola, Nokia, Samsung, Sony ইত্যাদি।
স্মার্টফোনে কল করা ও কল ধরা যায়, ভিডিও কল করা ছাড়াও ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল আদান-প্রদান, অডিও-ভিডিও ফাইল সংরক্ষণ করা এবং চালানো, ছবি তোলা, টিভি দেখা এবং বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করা যায়।
স্মার্টফোনের বৈশিষ্ট্য
স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলো হলো–
- ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।
- মডেম সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়।
- মেমোরি বেশি থাকে।
- বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়।