সসীম সেট ও অসীম সেট কাকে বলে?

সসীম সেট : যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট অর্থাৎ গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন, A = {x : x স্বাভাবিক জোড় সংখ্যা এবং x < 8} একটি সসীম সেট।

 

অসীম সেট : যে সেটের উপাদান সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন, A = {x : x স্বাভাবিক জোড় সংখ্যা} একটি অসীম সেট।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *