পড়াশোনা

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) কি?

1 min read

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে অনেকে সংক্ষেপে ওয়েব নামেও অভিহিত করে থাকেন। ওয়েব বলতে আমরা বুঝি এটি একটি বৃহৎ সিস্টেম, যা অনেকগুলো সার্ভার (যা ওয়েব সার্ভার হিসেবে বিবেচিত হয়) সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।

ECRN (European Center for Nuclear Research) এর মাধ্যমে ১৯৮৯ সালে www এর সূচনা হয়েছে। পরবর্তীতে ১৯৯৩ সালে Mosaic নামক Web browser তৈরির পর হতে www এর বহুল ব্যবহার শুরু হয়। আর web browsing এ http (hyper text transfer protocol) ব্যবহৃত হয়। Web Browser এ ব্যবহৃত শব্দ সমূহ : http, URL, web page, home page, search, stop, refresh ইত্যাদি।

ওয়েবে তথ্য মূলত সংরক্ষিত হয়ে থাকে পেজ (Page) বা পৃষ্ঠার আকারে। প্রতিটি পেজে শুধু তথ্যই থাকে না, বরং এখানে থেকে অন্য পেজে যাওয়ার জন্য থাকে বিশেষ ধরনের লিংক (Link)। ইন্টারনেট উপযোগী বিশেষ ধরনের লিংককে বলা হয় হাইপারলিংক (Hyperlink)। কেউ ওয়েবে যখন একটি পৃষ্ঠা পড়তে থাকবে তখন হাইপারলিংক ব্যবহার করে খুব সহজেই এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় চলাচল করতে পারবে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x