Modal Ad Example
পড়াশোনা

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি? What is Personal Area Network in Bengali?

1 min read

আপনারা অনেক সময় প্যান (PAN) শব্দটি হয়ত শুনেছেন। এটি আসলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ, PAN এর পূর্ণরূপ হলো– পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network). এটি এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এর ব্যাপ্তি সাধারণত ১০ মিটার বা এর থেকে সামান্য কিছু বেশির মধ্যেই সীমাবদ্ধ থাকে।

অর্থাৎ, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন– কম্পিউটার (Computer), ল্যাপটপ (Laptop), মোবাইল (Mobile), ডিজিটাল ক্যামেরা (Digital Camera), ওয়েব ক্যামেরা (Webcamera), সাউন্ড সিস্টেম (Sound System), PDA, স্ক্যানার (Scanner) ইত্যাদির মধ্যে সংযোগ স্থাপন করে একজনের ব্যবহার উপযোগী যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN) বলে।

এটি একক নেটওয়ার্ক। সাধারণত ওয়াই-ফাই এর মাধ্যমে একটি বাড়ি বা রুমের মধ্যে এই নেটওয়ার্ক স্থাপন করা হয়। ১ জনের জন্য বানানো হয় বলে একে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এই নেটওয়ার্ক তৈরির জন্য ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ওয়্যারলেস মিডিয়াম (Wi-Fi, Bluetooth, USB,Fireware Bus, etc.) ব্যবহার করা হয়।

এই নেটওয়ার্ক তৈরির জন্য  ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ওয়্যারলেস মিডিয়াম (Wareless Medium), যেমন : ওয়াইফাই (Wi-Fi), ব্লুটুথ (Bluetooth) বা  ইউএসবি (USB), ফায়ারওয়্যার বাস (Fireware Bus) ইত্যাদি ব্যবহার করা হয়। এ নেটওয়ার্কের ডাটা আদান-প্রদানের গতি 0-10 Mbps পর্যন্ত।

প্যান নেটওয়ার্ক তারযুক্ত ও তারবিহীন দুভাবেই তৈরি করা যায়। তারবিহীন নেটওয়ার্ক হলে তাকে Wireless Personal Area Network (WPAN) বলে। যেমন – ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি।

 

পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য/সুবিধা (Characteristics/Advantages of Personal Area Network)

  • পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
  • ব্যাপ্তি সাধারণত কয়েক মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
  • বাড়িতে বা অফিসে ব্যাক্তিগত ছোট প্রয়োজনে এ নেটওয়ার্কের জুড়ি নেই।
  • খরচ কম।
  • কম ঝামেলায় সহজেই যেকোন জায়গায় তৈরি করা যায়।
  • দ্রুত ডাটা আদান-প্রদানে বেশ সহায়ক।
  • এর ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
  • নয়েজ এর প্রভাব পড়ে না।
  • কম্পিউটার বাসসমূহ যেমন– USB বা ফায়ারওয়্যার এর মাধ্যমে তার দ্বারা যুক্ত থাকতে পারে।
  • ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটু ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করা সম্ভব।
  • অতি অল্প দূরত্বে এই নেটওয়ার্ক তৈরি করা যায়।

 

5/5 - (23 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x