এমআরআই (MRI) কি? MRI কিভাবে কাজ করে? এমআরআই কি কি রোগ নির্ণয় করে?

এমআরআই (MRI) একটি কৌশল, যা শরীরের যেকোনো অঙ্গের পরিষ্কার ও বিস্তারিত ছবি তুলতে পারে। এমআরআই প্রক্রিয়াটি বেশ জটিল। নিউক্লিয় চৌম্বক অনুনাদ বা Nuclear Magnetic Resonance এর ভৌত এবং রাসায়নিক নীতির ওপর ভিত্তি করে এমআরআই যন্ত্র কাজ করে। এ নীতি ব্যবহার করে কোনো অণুর প্রকৃতি সম্পর্কে তথ্য জানা যায়।

পায়ের গোড়ালি মচকানো এবং পিঠের ব্যথায় এমআরআই ব্যবহার করে জখমের বা আঘাতের তীব্রতা নিরূপণ করা হয়। ব্রেণ এবং মেরু রজ্জুর (Spinal cord) বিস্তৃত প্রতিবিম্ব তৈরির জন্য এমআরআই হলো অত্যন্ত মূল্যবান পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *