পড়াশোনা

বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের গঠন ও উপাদান কি কি? Atmosphere in Bengali

1 min read

ভূ-পৃষ্ঠের চারপাশে বেষ্টন করে যে বায়ুর আবরণ রয়েছে, তাকে বায়ুমণ্ডল (atmosphere) বলে। বিজ্ঞানীরা অনুমান করেন যে, বায়ুমণ্ডলের বয়স প্রায় ৩৫ কোটি বছর। এর গভীরতা প্রায় ১০,০০০ কিলোমিটার। তবে বায়ুমণ্ডলের প্রায় ৯৭ শতাংশ ভূ-পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ।

বায়ুমণ্ডলের গঠন
বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের মিশ্রণে গঠিত। এ গ্যাসীয় মিশ্রণ ভূ-পৃষ্ঠ থেকে আনুমানিক ৮০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রায় সমান। বিশুদ্ধ, শুষ্ক বায়ুর প্রধান দুটি উপাদানের নাম– নাইট্রোজেন ও অক্সিজেন। আয়তনের দিক থেকে এ দুটি গ্যাস একত্রে ৯৮.৭৩ শতাংশ জায়গা দখল করে আছে এবং বাকি ১.২৭ শতাংশ আর্গন, কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য নিস্ক্রিয় গ্যাস দ্বারা গঠিত।

বায়ুমন্ডলের বৈশিষ্ট্য (Characteristics of Atmosphere)
১। বায়ুমন্ডলের ভর ও চাপ আছে। এই চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 7kg।
২। বায়ু উচ্চভাবে সম্প্রসারণশীল ও সংকোচনশীল।
৩। বায়ুমন্ডল মহাজাগতিক রশ্মি শােষণ করে। ফলে এ রশ্মির ক্ষতিকারক প্রভাবে পৃথিবীর জীব ও উদ্ভিদের ক্ষতি হয় না।
৪। বায়ুমন্ডল পৃথিবীর তাপমাত্রার সমতা রক্ষা করে। বায়ুমন্ডল সূর্যের অবলােহিত রশ্মি শােষণ করে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শােষণ করে। ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বিশেষ পরিবর্তন হয় না।

বায়ুমণ্ডলের উপাদান
বায়ুমণ্ডলের উপাদানগুলোর শতকরা হার নিচে তুলে ধরা হলো–
নাইট্রোজেন (N2) – ৭৮.০২%
অক্সিজেন (O2) – ২০.৭১%
আরগন (Ar) – ০.৮০%
কার্বন ডাই-অক্সাইড (CO2) – ০.০৩%
ওজন (O3) – ০.০০০১%
অন্যান্য – ০.৪৩৯৯%

অন্যান্য নিস্ক্রিয় গ্যাসের মধ্যে রয়েছে– নিয়ন, হিলিয়াম, ক্রিপটন, জেনন, হাইড্রোজেন, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। তবে বায়ুমণ্ডলে বিভিন্ন মাত্রায় জলীয় বাষ্প ও ধূলিকণা থাকে। 

বায়ুমণ্ডল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

বায়ুমন্ডলের কোন স্তরকে ছাকনি বলা হয়?

উত্তর : বায়ুমন্ডলের ওজোনস্তরকে ছাকনি বলা হয়।

5/5 - (27 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x