ইনপুট-আউটপুট স্টেটমেন্ট কি? প্রোগ্রামের সংগঠন বলতে কি বুঝায়?

প্রোগ্রামে চলকের মান গ্রহণ করার জন্য ব্যবহৃত স্টেটমেন্টকে ইনপুট স্টেটমেন্ট বলে। অপরদিকে যেসকল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রামের ফলাফল মনিটরে প্রদর্শন করা হয়, তাদেরকে আউটপুট স্টেটমেন্ট বলে। কী-বোর্ড থেকে অক্ষর জাতীয় ডেটা ইনপুটের জন্য এবং মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য C-তে কয়েক ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেগুলোকে আউটপুট স্টেটমেন্ট বলা হয়।

 

প্রোগ্রামের সংগঠন বলতে কি বুঝায়?

প্রোগ্রামের সংগঠন বলতে প্রোগ্রামের গঠনরীতিকে বুঝায়। প্রত্যেক প্রোগ্রামেরই প্রধানত তিনটি অংশ থাকে, এ অংশগুলোর পারস্পরিক সম্পর্কের সমন্বয়ে পূর্ণাঙ্গ প্রোগ্রাম গঠিত হয়। অংশ তিনটি হলো– ইনপুটপ্রসেস এবং আউটপুট। ইনপুট বলতে ফলাফল লাভের উদ্দেশ্যে যে সকল তথ্য, উপাত্ত এবং নির্দেশ কম্পিউটারে দেয়া হয় সেগুলোকে বুঝায়। প্রসেস হলো প্রোগ্রামে দেয়া নির্দেশ অনুসারে প্রদেয় তথ্যকে প্রক্রিয়াকরণ করা। আউটপুট বলতে প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে বুঝায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *