পড়াশোনা

সফটওয়্যার (Software) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

1 min read

প্রশ্ন-১. সফটওয়্যার কী? (What is Software?)

উত্তর : সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ভাষা ব্যবহার করে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলরূপে লিপিবদ্ধ কতগুলো গাণিতিক ও যৌক্তিক কাজের নির্দেশকে সফটওয়্যার বলে। একে প্রোগ্রামও বলা হয়।

প্রশ্ন-২. সফটওয়্যারের বৈশিষ্ট্য কী? (What are characteristics of software?)

উত্তর : সফটওয়্যারের বৈশিষ্ট্য হচ্ছে– আপগ্রেডেবিলিটি, বহনযোগ্যতা (Portability), অবজেক্ট লিংকিং এন্ড এমবেডিং (Object Linking and Embading-OLE)।

প্রশ্ন-৩. অপারেটিং সিস্টেম (Operating System) কাকে বলে?

উত্তর : যে সফটওয়্যার কম্পিউটারকে পরিচালনা করে থাকে তাকে অপারেটিং সিস্টেম (Operating System) বলে।

প্রশ্ন-৪. এ্যাপ্লিকেশন সফটওয়্যার কী? (What is Application Software?)

উত্তর : সরাসরিভাবে কোন বিশেষ কার্য সম্পাদনের জন্য তৈরি সফটওয়্যারকে এ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।

 

প্রশ্ন-৫. প্যাকেজ সফটওয়্যার কী? (What is Package Software?)

উত্তর : বাণিজ্যিকভাবে সফলতা লাভের জন্য একাধিক সফটওয়্যারকে একসাথে সন্নিবেশ করে বাজারজাত করা হয়। একেই প্যাকেজ সফটওয়্যার বলে।

প্রশ্ন-৬. শেয়ারওয়্যার (Shareware) কাকে বলে?

উত্তর : একদিন, সাতদিন, পনের দিন, এক মাস বা দুই মাস ইত্যাদি বিভিন্ন সময়ের মেয়াদে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠান তাদের তৈরি সফটওয়্যার ফ্রী ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। একেই শেয়ারওয়্যার (Shareware) বলে।

প্রশ্ন-৭. ফার্মওয়্যার কী? (What is Farmware?)

উত্তর : কম্পিউটারের রম-এ স্থায়ীভাবে রক্ষিত প্রোগ্রাম, তথ্য ও নির্দেশকে এক সঙ্গে ফার্মওয়্যার বলে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝায়?

উত্তর : সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে কম্পিউটার বিজ্ঞানের একটি ক্ষেত্রকে বোঝায় যেখানে কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য ডিজাইন ও প্রোগ্রাম লিখা হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারগণ বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে কম্পিউটারের ভাষায় সফটওয়্যার লিখেন।

গ্রাফিক্স সফটওয়্যার (Graphics Software) কি?

উত্তরঃ গ্রাফিক্স সফটওয়্যার হল এক ধরনের সফটওয়ার যার সাহায্যে বিভিন্ন ধরনের ছবি ও প্রচ্ছদ তৈরি করা যায়।

রকমেল্ট (RockMelt) কি?

উত্তরঃ রকমেল্ট এক ধরনের ওয়েব ব্রাউজার।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x