ক্লায়েন্ট (Client) কাকে বলে? বাস টপোলজি বলতে কী বোঝায়?
নেটওয়ার্কের সার্ভার কম্পিউটার ছাড়া প্রতিটি কম্পিউটারকে ক্লায়েন্ট (Client) বলে। অর্থাৎ, যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে।
বাস টপোলজি বলতে কী বোঝায়?
একটি মূল তারের সাথে যখন সবকয়টি কম্পিউটার যুক্ত করে কোন নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে বাস টপোলজি বলে। বাস টপোলজির মূল তারটি ব্যাকবোন হিসেবে কাজ করে। ছোট আকারের নেটওয়ার্কের ক্ষেত্রে এই টপোলজি ব্যবহার করায় ব্যয় সাশ্রয় হয়। এই টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হলে তা সরিয়ে সহজে অন্য কম্পিউটার যুক্ত করা যায়।