ফায়ারওয়াল কাকে বলে? ফায়ারওয়াল কেন প্রয়োজন? What is Firewall?
প্রতিটি কম্পিউটার বা নেটওয়ার্কে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন সেই নিরাপত্তার দেয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। নিরাপত্তার এ অদৃশ্য দেয়ালকে ফায়ারওয়াল (Firewall) বলে।
ফায়ারওয়াল হার্ডওয়্যার, সফটওয়্যার দুই ধরনেরই হতে পারে। ব্যক্তিপর্যায়ে ব্যবহৃত ফায়ারওয়াল নিরাপত্তা প্রদানের বিষয়টি কর্পোরেট ফায়ারওয়ালের মতো ততটা মজবুত নয়, তবে এটি কনফিগার (Configure) এবং ব্যবহার খুবই সহজ। কাগজে কলমে ফায়ার ওয়াল যতই শক্তিশালি হোক না কেন, এটি যদি সঠিকভাবে কনফিগার করা না হয় তাহলে এর থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব নয়।
নেটওয়ার্ক সিস্টেমের নিরাপত্তা বিধানের কাজটি খুব সহজ নয়। সিকিউরিটি ফোকাস নামের ওয়েবসাইটের খোঁজ নিলে (ওয়েব ঠিকানা http://www.securityfocous.com) দেখা যাবে প্রতিনিয়ত ইন্টারনেটে হরেক রকমের বাগ (Bun) আবির্ভূত হচ্ছে এবং সেগুলো কম্পিউটারের এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ও ডাটা ধবংস করার জন্য ওঁৎ পেতে আছে।
কম্পিউটার সিস্টেমকে সম্ভাব্য এসব আক্রমণ থেকে রক্ষা করতে ফায়ারওয়াল প্রযুক্তি একটি উত্তম ব্যবস্থা। ফায়ারওয়ালকে সঠিকভাবে কনফিগার করার মাধ্যমে কম্পিউটারকে হ্যাকারদের আক্রমণ থেকে সহজে আড়াল করা যাবে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ফায়ারওয়াল কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।