আলোক কেন্দ্র কাকে বলে? সমতল, অবতল এবং উত্তল দর্পণের ব্যবহার লিখ।
লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দুর মধ্যদিয়ে কোনো আলোক রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, সেই বিন্দুকে আলোক কেন্দ্র বলে।
সমতল, অবতল এবং উত্তল দর্পণের ব্যবহার লিখ।
সমতল দর্পণ : চোখের ডাক্তারগণ দৃষ্টি পরীক্ষায়, পেরিস্কোপ তৈরিতে, পাহাড়ি, রাস্তায় দুর্ঘটনা এড়াতে, ওভারহেড প্রজেক্টরে, লেজার তৈরিতে ইত্যাদি ক্ষেত্রে সমতল দর্পণ ব্যবহার করা হয়।
অবতল দর্পণ : রূপচর্চা, দন্ত চিকিৎসায়, টর্চলাইটে, স্টিমারের সার্চলাইটে, ডিশ এন্টেনায়, সৌরচুল্লীতে, টেলিস্কোপে, রাডার সংগ্রাহকে ইত্যাদি ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
উত্তল দর্পণ : যানবাহনে রিয়ার ভিউ মিরর হিসাবে, রাস্তার বাতিতে প্রতিফলক রূপে, শপিংমলে নিরাপত্তার কাজে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।