জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগের ভূমিকা
কার্বন বিশিষ্ট যৌগকে জৈব যৌগ বলে। জৈব যৌগে কার্বন (C) অবশ্যই বিদ্যমান থাকে। তবে কার্বনের সাথে হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N) ও হ্যালোজেন থাকে। সাধারণত এরা সমযোজী যৌগ এবং এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম।
জৈব যৌগের ভূমিকা
প্রসাধনী তৈরিতে জৈব যৌগের ভূমিকা : আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রসাধনী যেমন- সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, লোশন, বিভিন্ন সুগন্ধি স্প্রে, নেলপলিশ, লিপস্টিক, কোল্ডক্রীম, গ্লিসারিন এ সবই জৈব যৌগ। সামাজিকভাবে এসবের গুরুত্ব এবং অবদান অনস্বীকার্য। ধর্মীয় আনুষ্ঠানিকতায় আতর ও সুরমা ব্যবহার করা হয়। এসবও জৈব যৌগ। এর সামাজিক গুরুত্ব অনেক।