রিয়েজেন্ট-এর বোতলে লেবেল না দেখতে পেলে এবং রিয়েজেন্ট বোতলে ড্রপার না থাকলে কী করবে?
উত্তরঃ পরীক্ষণের সময় কোনো রিয়েজেন্ট-এর বোতলে লেবেল দেখতে না পেলে ভুলেও অনুমান করে তা ব্যবহার করা যাবে না বা অন্য কোনো পরীক্ষণের মাধ্যমে রিয়েজেন্টকে যাচাই করা যাবে না। সাথে সাথেই ল্যাব অপারেটরকে ডেকে এই ব্যাপারে জানাতে হবে। অন্যদিকে, কোনো রিয়েজেন্টের বোতলে যদি ড্রপার না পাওয়া যায়, এক্ষেত্রেও নতুন ড্রপার নিতে হবে। ভুল করে অন্য কোনো রিয়েজেন্ট-এর ড্রপার সরাসরি অথবা ধুঁয়ে কোনোভাবেই ব্যবহার করা যাবে না।