মাউস কি? মাউস কিভাবে কাজ করে? What is Mouse in Bengali/Bangla?
মাউসের ব্যবহার (Use of Mouse)
- পয়েন্টিং (Pointing) : মাউস পয়েন্টারকে মনিটর স্ক্রীনের যে কোন জায়গায় Move করানােকে পয়েন্টিং বলা হয়।
- ক্লিক (Click) : মাউসের বাটন একবার ক্লিক করে ছেড়ে দেওয়াকে সিঙ্গেল ক্লিক বা শুধু ক্লিক বলা হয়। মাউসের বাটন পরপর দুইবার চাপ দেওয়াকে ডাবল ক্লিক বলা হয়।
- ড্রাগ এন্ড ড্রপ (Drag & Drop) : কোন ছবি, আইকন বা উইন্ডােকে সিলেক্ট করে মাউসের বাম বাটন চেপে ধরে টেনে আনাকে ড্রাগ বা ড্রাগিং বলা হয়। যে বিষয়ে ড্রাগ করা দরকার সেটির উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে সিলেক্ট করে মাউসের বাম বাটন চেপে ধরে যেখানে নেওয়া প্রয়ােজন সেখানে টেনে এনে মাউসের বােতাম ছেড়ে দিতে হবে। এভাবে ড্রাগ করে ছেড়ে দেওয়াকে ড্রপিং বা ড্রপ বলা হয়।
- সিলেক্ট (Select) : কোন অবজেক্ট (টেক্সট/Drawing/Picture ইত্যাদি) সিলেক্ট করতে হলে অবজেক্টের ডান বা বামদিকে আই-বিম ক্লিক করে মাউসে চাপ রেখে অবজেক্টের উপর দিয়ে বাম বা ডনদিকে টেনে নিয়ে যেতে হবে। এতে টেনে নিয়ে যাওয়া অংশটুকুর উপর অন্য রঙের আচ্ছন পড়ে যাবে। এ রকম অবজেক্টের উপর দিয়ে অন্য রঙের আচ্ছাদন পড়ে যাওয়া বা হাইলাইটেড (Highlighted) হয়ে যাওয়াকেই সিলেক্টেড হওয়া বলা হয়।
- মেকানিক্যাল মাউস (Mechanical Mouse)
- অপটোমেকানিক্যাল মাউস (Optomechanical Mouse)
- অপটিক্যাল মাউস (Optical Mouse)
- ইনফ্রারেড বা রেডিও ফ্রিকুয়েন্সি কর্ডলেস মাউস (Infrared (IR) or Radio Frequency Cordless Mouse)
- গেমিং মাউস (Gaming Mouse)
- ট্র্যাকবল মাউস (Trackball Mouse)
- স্টাইলাস মাউস (Stylus Mouse)
- কর্ডলেস থ্রিডি মাউস (Cordless 3D Mouse)
- টাচপ্যাড (Touchpad)
মেকানিক্যাল মাউস (Mechanical Mouse)
স্ক্রীনে কার্সরকে ঘুরানাের জন্য মেকানিক্যাল মাউসে একটি রবারের বল থাকে। মাউসের ভেতরে একটি সেন্সর থাকে যেটি বলের নড়াচড়াকে সনাক্ত এবং সেটিকে তথ্যে রূপান্তর করে যা কম্পিউটার অনুবাদ করতে পারে।
অপটোমেকানিক্যাল মাউস (Optomechanical Mouse)
এ ধরণের মাউসে একটি বল ব্যবহার করে মাউসের নড়াচড়া সনাক্ত হয় অপটিক্যাল উপায়ে।
অপটিক্যাল মাউস (Optical Mouse)
যে মাউসের বলের পরিবর্তে একটি অপটিক্যাল রশ্মি ব্যবহার করা হয় এবং মাউসটিকে কোন সমতলে নাড়ানাের ফলে স্ক্রীনে মাউস পয়েন্টার নড়াচড়া করে তাকে অপটিক্যাল মাউস বলে।
ইনফ্রারেড বা রেডিও ফ্রিকয়েন্সি কর্ডলেস মাউস (Infrared (IR) or Radio Frequency Cordless Mouse)
এ ধরণের মাউসের ক্ষেত্রে কম্পিউটারের মাউস পাের্টে লাগানাে একটি বেস স্টেশনে (ওয়্যারলেস হাব যা একটি কম্পিউটার নেটওয়ার্ককে সংযুক্ত করে) সিগন্যালকে রিলে করে থাকে।
গেমিং মাউস (Gaming Mouse)
এ ধরণের মাউসগুলােতে কাস্টোমাইজেবল বাটন থাকে। এতে প্রচুর ফিচার অন্তর্ভুক্ত থাকে।
ট্র্যাকবল মাউস (Trackball Mouse)
যে মাউসে একটি বল থাকে যা কোন সমতলের উপর নাড়ানাের ফলে স্ক্রীনে মাউস পয়েন্টার নড়া-চড়া করে তাকে ট্র্যাকবল মাউস বলে।
স্টাইলাস মাউস (Stylus Mouse)
এ ধরণের মাউস দেখতে কলমের মতাে এবং বিশেষ একটি প্যাডের উপর এটি চালনা করে কাজ করতে হয়।
কর্ডলেস থ্রি-ডি মাউস (Cordless 3-D Mouse)
এ ধরণের মাউসগুলাে দেখতে অনেকটা টিভি রিমােটের মতাে এবং কম্পিউটার স্ক্রীনকে রিমােটলি পয়েন্টেড করা যায়।
টাচপ্যাড (Touchpad)
এগুলাে সাধারণত ল্যাপটপে পাওয়া যায় যা প্রচলিত মাউসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি স্পর্শকাতর প্যাড ও দুটি বাটন নিয়ে গঠিত। বাটন দুটি মাউসের বাটনের মতাে কাজ করে।
মাউসের কাজ (Function of Mouse)
- মাউসের সাহায্যে কম সময়ের মধ্যে গ্রাফিক্স ড্রইং করা সম্ভব।
- মাউসের সাহায্যে অপারেটিং সিস্টেমের সকল কাজ সম্পন্ন করা যায়।
- মাউসের সাহায্যে Windows-এর ডেস্কটপ থেকে সরাসরি প্রোগ্রামে প্রবেশ করা যায়।
- দ্রুত টাইপ সেটিংয়ের কাজ মাউস দ্বারা সহজে করা যায়।
- মাউসের সাহায্যে ফর্ম্যাটিংয়ের কাজ অনেক দ্রুত করা যায়।
- যে কোন সমস্যার ফলাফল দ্রুত কাগজে ছাপানোর জন্য মাউস উত্তম মাধ্যম হিসাবে কাজ করে।
- মাউস হাতের সাহায্যে ঘোরানো যায় বলে মনিটরে ঘুরে ঘুরে এর দ্বারা কাজ করা যায়।