মোবাইল (Mobile) কি? 3G ও 4G এর মধ্যে পার্থক্য কি?
মোবাইল হলো বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম। মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো সময়ে পৃথিবীর যেকোনো প্রান্তে যোগাযোগ করা যায়।
মোবাইল ফোন তারের বদলে রেডিও বা বেতার তরঙ্গের সাহায্যে কথাবার্তা বা তথ্য আদান-প্রদান করে থাকে।
3G ও 4G এর মধ্যে পার্থক্য কি?
থ্রী জি (3G) হলো থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম-এর সংক্ষিপ্ত রূপ। এটি হলো তৃতীয় প্রজন্মের তার বিহীন নেটওয়ার্ক প্রযুক্তি। ৩জি এর সর্বোচ্চ গতি ৩.১ Mbps। অপরদিকে, ফোর জি (4G) হলো ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহৃত হয় চতুর্থ প্রজন্মের তারবিহীন টেলিযোগাযোগ প্রযুক্তিকে বুঝাতে। এটি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ প্রযুক্তির উত্তরসূরি। ৪জি এর সর্বোচ্চ গতি ১০০-৩০০ Mbps।