প্রশ্ন-১. কম্পিউটার নেটওয়ার্ক কী?
উত্তর : দুই বা তার বেশি কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ক হলো কম্পিউটার নেটওয়ার্ক।
প্রশ্ন-২. ক্লায়েন্ট (Client) কাকে বলে?
উত্তর : যে সব কম্পিউটার নেটওয়ার্কের সার্ভার থেকে ধরনের তথ্য নেয় সেসব কম্পিউটারকে ক্লায়েন্ট বলে।
প্রশ্ন-৩. প্রোটোকল (Protocol) কাকে বলে?
উত্তর : নেটওয়ার্কের সাথে জড়িত কম্পিউটারসমূহ উপাত্ত আদান-প্রদানের জন্য যে নির্ধারিত নীতিমালাকে অনুসরণ করে তাকে প্রোটোকল বলে।
প্রশ্ন-৪. টপোলজি (Topology) কী?
উত্তর : নেটওয়ার্কে কম্পিউটারসমূহের সংযুক্তির ভিন্ন ভিন্ন পদ্ধতি বা ধরনকে টপোলজি বলা হয়।
প্রশ্ন-৫. বিভিন্ন প্রকার টপোলজির নাম লেখ।
প্রশ্ন-৬. ই-টিকিটিং (E-Ticketing) কি?
উত্তর : ইলেকট্রনিক উপায়ে টিকেট বিক্রয় করার পদ্ধতিই হচ্ছে ই-টিকিটিং (E-Ticketing)।
প্রশ্ন-৭. ডাটা প্যাকেটে (Data Packet) কি?
উত্তর : ডাটা প্যাকেটে হচ্ছে ডাটার ব্লক অর্থাৎ ডাটার সমষ্টি।
প্রশ্ন-৮. Node কী?
উত্তর : নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্র বা কম্পিউটারকে নেটওয়ার্কিং এর ভাষায় Node বলে।
প্রশ্ন-৯. রিসোর্স কি?
উত্তর : ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ-সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। যেমন– প্রিন্টার, মডেম, সিডি ড্রাইভ, সফটওয়্যার, তথ্য ইত্যাদি।
প্রশ্ন-১০. ইউজার কাকে বলে?
উত্তর : যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে ইউজার বলে।