সামাজিক নেটওয়ার্ক কি? LAN থেকে WAN এর সুবিধা বেশি কেন?

সামাজিক নেটওয়ার্ক হলো একই সাথে একমুখী ব্রডকাস্ট এবং দ্বিমুখী ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থা। এই নেটওয়ার্ক ব্যবহার করে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, তথ্য আদান-প্রদান করতে পারে এবং এক জায়গায় হতে পারে।

LAN থেকে WAN এর সুবিধা বেশি কেন?

LAN থেকে WAN এর সুবিধা বেশি কারণ- ল্যানের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের মধ্যে সর্বোচ্চ দূরত্বের সীমা থাকে কিন্তু ওয়ানের ক্ষেত্রে কতকগুলো ল্যানের বৃহত্তম নেটওয়ার্ক বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত বিধায় দূরত্বের কোনো সীমা থাকে না।

বড় আকারের ডকুমেন্টের আদান প্রদানের ক্ষেত্রে ওয়ান ব্যবহার করা হয়। ল্যানের সাথে টেলিযোগাযোগের কোনো সংশ্লেষণ নেই, অপরদিকে ওয়ান প্রযুক্তির একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টেলিযোগাযোগ। এই প্রযুক্তির ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের মডেম ব্যবহার করা যায় কিন্তু ল্যানে কখনো মডেম ব্যবহার করা যায় না। তাই LAN থেকে WAN এর সুবিধা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *