এলুভিয়েশন ও ইলুভিয়েশন কি?

এলুভিয়েশন কি? (What is Eluviation?)
যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে। এর ফলে মৃত্তিকার উধ্বস্তরে ওইসব খনিজের অভাব ঘটে এইরূপ ওপরের স্তরটিকে এলুভিয়েটেড স্তর বা এলুভিয়েটেড হোরাইজন (A) বলে।
যান্ত্রিক ও রাসায়নিক উভয় পদ্ধতিতে এলুভিয়েশন হয়। ধৌত প্রক্রিয়ায় পদার্থের অধোগমন ঘটে। এই প্রক্রিয়ায় মাটির A স্তর সৃষ্টি হয়।
ইলুভিয়েশন কি? (What is Illuviation?)
যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে সঞ্চিত হয়, তাকে ইলুভিয়েশন বলে। এই পদ্ধতিকে ইলুভিয়েশন বা অভিবাসন বা সঞ্চয় প্রক্রিয়া বলে। ওই স্তরটিকে ইলুভিয়েটেড হোরাইজন বলা হয়। এই স্তরটি B হোরাইজন নামে পরিচিত। A স্তর থেকে যে সকল পদার্থ নীচে নামে তা B স্তরে সঞ্চিত হয়। এই পদ্ধতি হল ইলুভিয়েশন এবং B স্তরটি হল ইলুভিয়েটেড স্তর।
এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য কি? (What is the difference between eluviation and Illuviation?)
এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য নিম্নরুপ-
  • এলুভিয়েশন পদ্ধতি মাটির ওপরের স্তরে ঘটে থাকে। অন্যদিকে ইলুভিয়েশন পদ্ধতি মাটির নীচের স্তরে ঘটে থাকে।
  • এলুভিয়েশন পদ্ধতিতে ধৌত প্রক্রিয়ায় মাটির শীর্ষস্তর থেকে দ্রবীভূত খনিজের অপসারণ ঘটে। অন্যদিকে ইলুভিয়েশন পদ্ধতি তে মাটির নিম্নস্তরে দ্রবীভূত খনিজের সঞ্চয় ঘটে।
  • এলুভিয়েশন পদ্ধতিতে মাটির উপরিস্তর খনিজশূন্য হয়ে পড়ে এবং স্তরের রং হালকা হতে থাকে। অন্যদিকে ইলুভিয়েশন পদ্ধতি তে মাটির নীচের স্তর খনিজসমৃদ্ধ হয় এবং মাটির রং গাঢ় হয়।
  • যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে এলুভিয়েশন ঘটে থাকে। এজন্য পর্যাপ্ত বৃষ্টিপাত দরকার। অন্যদিকে ইলুভিয়েশনের বৈশিষ্ট্য নির্ভর করে এলুভিয়েশনের প্রকৃতি ও পদ্ধতির ওপর।
  • এলুভিয়েশন পদ্ধতি মাটির A স্তর গঠিত হয়। অন্যদিকে ইলুভিয়েশন পদ্ধতি মাটির B স্তর গঠিত হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *