স্বভোজী ও পরভোজী কাকে বলে?
স্বভোজীঃ যে সকল জীব নিজেরাই খাদ্য উৎপাদন করতে পারে এবং নিজেদের খাদ্যের যোগান নিজেরাই করতে পারে, তাদের স্বভোজী বলে। পৃথিবীতে একমাত্র উদ্ভিদ এবং কিছু প্রজাতির ব্যাকটেরিয়া (সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল) হচ্ছে স্বভোজী। সালোকসংশ্লেষণের মাধ্যমে এরা নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে এবং গ্রহণ করতে পারে।
পরভোজীঃ যে সকল জীব নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে না, খাদ্য গ্রহণের জন্য অন্য উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল তাদের পরভোজী বলে। উদ্ভিদ ব্যতীত সকল জীব পরভোজী।