অপেক্ষক কী?
যদি একটি রাশি অন্য একটি রাশির উপর নির্ভর করে, তাহলে গণিতের ভাষায় ঐ নির্ভরশীল রাশিটিকে অপরটির অপেক্ষক বলে।
যদি একটি রাশি অন্য একটি রাশির উপর নির্ভর করে, তাহলে গণিতের ভাষায় ঐ নির্ভরশীল রাশিটিকে অপরটির অপেক্ষক বলে।
চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে IR রশ্মি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও এ রশ্মি- মানব দেহের রক্তে O2 এর প্রতুলতা বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোষের আয়ু বৃদ্ধি করে। ধমনী ও শিরাকে প্রশস্ত করে রক্ত সঞ্চালন দ্রুত করে ফলে উচ্চ রক্তচাপজনিত ঝুঁকি কমে। ত্বকের সৌন্দর্যবর্ধন এবং ত্বকের কোষে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করে।
রসায়নের যে শাখায় কোনো রাসায়নিক দ্রব্যাদির উৎপাদন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই, নিরাপদ ও পরিবেশ বান্ধব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে সবুজ রসায়ন (Green Chemistry) বলে। তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির কেন? সকল তীব্র ক্ষার ও তীব্র এসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যথাক্রমে সর্বাধিক OH- ও H+ আয়ন দেয়।…
১. মূলের কাজ হলো — i. গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা ii. গাছের জন্য খাদ্য সঞ্চয় করা iii. শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii সঠিক উত্তর : ঘ ২. গাজরের রূপান্তরিত মূল — i. মোটা ও রসাল…
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরঃ কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। প্রশ্ন-২। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তরঃ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’। প্রশ্ন-৩। কোন কবিকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়? উত্তরঃ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। প্রশ্ন-৪।…
প্রশ্ন-১। কর্মদক্ষতা কাকে বলে? উত্তরঃ কোনো যন্ত্র থেকে পাওয়া মোট কার্যকর শক্তি ও যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে সেই যন্ত্রের কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে সাধারণত η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়। প্রশ্ন-২। অভিকর্ষ বিভবশক্তি কাকে বলে? উত্তরঃ কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠাতে হলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কিছু কাজ করতে হয়, যা ঐ বস্তুতে বিভবশক্তি হিসেবে সঞ্চিত থাকে।…
যে কমিউনিকেশন ডিভাইস দুর্বল সিগন্যালকে রিসিভ করে সিগন্যালকে এমপ্লিফাই বা শক্তিশালী করে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয় তাকে রিপিটার বলে।