অস্থিভঙ্গ বলতে কী বোঝায়?
যেকোনো কারণে হাড় ফেটে যাওয়া বা ভেঙ্গে যাওয়াই হলো অস্থিভঙ্গ। নানা কারণে অস্থি ভাঙতে পারে। এর ফলে ক্ষতস্থান ফুলে যায়। কোনো কোনো সময় অনুভূতি হারিয়ে যেতে পারে। নড়চড়ায় অসুবিধা হতে পারে।
অস্থি বা হাড় ভাঙার জটিলতার ওপর ভিত্তি করে অস্থিভঙ্গকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা: সাধারণ অস্থিভঙ্গ, যৌগিক অস্থিভঙ্গ এবং জটিল অস্থিভঙ্গ।
১। সাধারণ অস্থিভঙ্গঃ যে ধরনের অস্থিভঙ্গে ভঙ্গ অস্থি চামড়া বিদীর্ণ করে বের হয় না তাকে সাধারণ অস্থিভঙ্গ বলে। এ ধরনের অস্থিভঙ্গে হাড় শুধু দুই টুকরা হয়ে যায়, এর বেশি কিছু নয়। হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে না বলে এ ধরনের অস্থিভঙ্গের আরেক নাম বদ্ধ অস্থিভঙ্গ।
২। যৌগিক অস্থিভঙ্গঃ এ অস্থিভঙ্গে হাড়ের টুকরা চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসে। এ ধরনের অস্থিভঙ্গে প্রচুর পরিমাণ রক্তপাত হয় এবং দ্রুত সংক্রমণ ঘটে।
৩। জটিল অস্থিভঙ্গঃ জটিল অস্থিভঙ্গের ফলে বেশ কয়েকটি অস্থি, অস্থিসন্ধি, টেন্ডন ও লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়। যৌগিক অস্থিভঙ্গের মতো এক্ষেত্রে হাড়ের টুকরা চামড়া ভেদ করে বেরিয়ে থাকে। জটিল অস্থিভঙ্গকে নানা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে প্রধান দুটি হচ্ছে—
- বহু টুকরাবিশিষ্ট: এক্ষেত্রে অস্থি অনেকগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়।
- কয়েক টুকরাবিশিষ্ট: অস্থি কয়েকটি টুকরায় পরিণত হয়।