কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ঐ মৌলের প্রতীক বলে। প্রতীক মৌলের 1টি পরমাণুকে প্রকাশ করে। যেমন : অক্সিজেন (Oxygen) এর প্রতীক O, হাইড্রোজেন (Hydrogen) এর প্রতীক H এবং কার্বন (Carbon) এর প্রতীক C।
প্রতীক লেখার নিয়ম
প্রতীক লেখার ক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম মানা হয়:
- প্রতীক মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের আদি এক বা একাধিক বর্ণ দ্বারা লেখা হয়।
- এক বর্ণবিশিষ্ট প্রতীক হলে তা বড় হাতের অক্ষরে লেখতে হয়।
- দুই বর্ণবিশিষ্ট প্রতীকের ক্ষেত্রে প্রথম বর্ণ বড় হাতের এবং দ্বিতীয় বর্ণ ছোট হাতের লেখা হয়।
হিলিয়ামের প্রতীক He কেন?
প্রতিটি মৌলিক পদার্থের একটি নাম আছে। আর এদেরকে সংক্ষিপ্ত ও সুবিধাজনকভাবে প্রকাশের জন্য প্রতীক ব্যবহার করা হয়। প্রতীক সাধারণত মৌলের ল্যাটিন গ্রিক বা ইংরেজি নামের একটি বা দুটি আদ্যক্ষর দ্বারা প্রকাশ করা হয়। হিলিয়ামের প্রতীক ইংরেজি নামের দুটি আদ্যক্ষর He দ্বারা লেখা হয়েছে। একাধিক বর্ণ হওয়ায় প্রথম বর্ণ বড় হাতের ও দ্বিতীয় বর্ণ ছাড়া হাতের অক্ষরে লেখা হয়েছে।