আইসোটোপ (Isotope) কাকে বলে? আইসোটোপ এর উদাহরণ, ধর্ম ও ব্যবহার।

আইসোটোপ কি বা কাকে বলে? (What is an Isotope in Bengali/Bangla?)

কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাতে প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে ঐ মৌলের আইসোটোপ (Isotope) বলে। যেমনঃ হাইড্রোজেনের ৩টি আইসোটোপ রয়েছে। যথা– প্রোটিয়ামডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এদের ভর সংখ্যা যথাক্রমে ১, ২, ৩।

আইসোটোপের ধর্ম (Properties of Isotope)

  1. আইসোটোপ সাধারণত অস্থায়ী ধরনের হয়।
  2. আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে।

আইসোটোপের ব্যবহার (Use of Isotope)

চিকিৎসা ক্ষেত্রেঃ

  1. বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে।
  2. ক্ষুদ্র রক্তনালি ক্ষতিগ্রস্থ হলে তা শনাক্তকরণে।
  3. ক্যান্সার নির্ণয়ে ও ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংসে।
  4. ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে।

কৃষি ক্ষেত্রেঃ

  1. পতঙ্গ নিয়ন্ত্রণে।
  2. কোন সার কী পরিমাণে ব্যবহার করবো তা নির্ণয়ে।

খাদ্যদ্রব্য সংরক্ষণেঃ

  1. ব্যাকটেরিয়াসহ অনেক জীবাণু ধ্বংস করে খাদ্য ও ফল সংরক্ষণে।

ভূ-তাত্ত্বিক গবেষণায়ঃ

  1. মাটি থেকে বিভিন্ন ফসিলের বয়স নির্ণয়ে।

আইসোটোপ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

আইসোটোপসমূহে ভরের ভিন্নতা রয়েছে ব্যাখ্যা করো।

উত্তরঃ কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদের ঐ মৌলের আইসোটোপ বলে।

যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ। সেগুলো হলো- প্রোটিয়াম, ডিউটরিয়াম ও ট্রিটিয়াম। প্রতিটিতেই একটি করে ইলেকট্রন ও প্রোটন আছে। কিন্তু ডিউটেরিয়ামে একটি ও ট্রিটিয়ামে দুইটি নিউট্রন থাকায় প্রোটিয়ামের ভরসংখ্যা ১, ডিউটেরিয়ামের ২ এবং ট্রিটিয়ামের ৩। তাই বলা যায়, আইসোটোপসমূহে ভরের ভিন্নতা রয়েছে।

রেডিও আইসোটোপের ব্যবহার লিখ।

উত্তরঃ রেডিও আইসোটোপের ব্যবহার নিম্নরূপঃ

১. বিভিন্ন গবেষণার কাজে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়।

২. চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় এবং সারানোর কাজে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়।

৩. বিভিন্ন ধরনের যন্ত্রপাতিতে নির্দেশক হিসাবে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *