পড়াশোনা

s ব্লক মৌল, p ব্লক মৌল এবং d ব্লক মৌল কাকে বলে?

1 min read

s-ব্লক মৌল কাকে বলে?

যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে সেগুলোকে s-ব্লক মৌল বলে। পর্যায় সারণির গ্রুপ IA এবং গ্রুপ IIA এর মৌলসমূহ এবং শূন্য গ্রুপের He s-ব্লকের অন্তর্ভুক্ত। যেমন–

He (1) – 1s1

Mg (12) –  1s2 2s2 2p6 3s2

s-ব্লক মৌল সমূহের বৈশিষ্ট্য

s-ব্লক মৌল সমূহের বৈশিষ্ট্য নিম্নরূপ–

  • এই মৌলগুলোর সর্ববহিঃস্থ কক্ষপথ ছাড়া ভেতরের কক্ষ গুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে।
  • এই ব্লকের (H ও He ছাড়া) প্রত্যেকটি মৌলই ধাতু এবং এদের রাসায়নিক সক্রিয়তা বেশি। অতি সক্রিয়তার কারণে মৌলগুলোকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। যোজ্যতা কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হওয়ায় এই ধাতুগুলোর পরমাণু সহজে 1 টি (গ্রুপ IA এর ক্ষেত্রে) বা 2 টি (গ্রুপ IIA এর ক্ষেত্রে) ইলেকট্রন ত্যাগ করে একযোজী বা দ্বিযোজী ক্যাটায়নে পরিণত হয়। অর্থাৎ মৌলগুলোর আয়নীকরণ শক্তি খুবই কম।
  • আয়নীকরণ শক্তি কম হওয়ায় এরা তীব্র বিজারক হয়।
  • এরা নরম ও নমনীয়, ছুরি দিয়ে কাঁটা যায় এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ঘনত্ব পার্শ্ববর্তী d-ব্লক মৌল অপেক্ষা কম।

 

p-ব্লক মৌল কাকে বলে?

যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি p অরবিটালে প্রবেশ করে সেগুলোকে p-ব্লক মৌল বলে। পর্যায় সারণির IIIA থেকে VIIA এবং He ছাড়া ‘0’ (শূন্য) গ্রুপের মৌলসমূহ p-ব্লকের অন্তর্ভুক্ত। এদের বহিঃস্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np1-6

[n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যা পর্যায় সংখ্যা নির্দেশ করে]

যেমন- Al (13) – 1s2 2s2 2p6 3s2 3p1

Cl (17) – 1s2 2s2 2p6 3s2 3p5

d-ব্লক মৌল কাকে বলে?

যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি d-অরবিটালে প্রবেশ করে সেগুলোকে d-ব্লক মৌল বলে। পর্যায় সারণির সকল B গ্রুপ এবং VIII গ্রুপ ভুক্ত মৌলসমূহ d-ব্লকের অন্তর্ভুক্ত। এদের বহিঃস্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস (n-1)d1-10 ns1-2

[n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যা পর্যায় সংখ্যা নির্দেশ করে]

যেমন- Fe (26) – 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2

Zn (30) – 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2

 

5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x