দর্পণ কত প্রকার ও কি কি?
দর্পণ প্রধানত দুই প্রকার। যথা–
- সমতল দর্পণ
- গোলীয় দর্পণ।
১. সমতল দর্পণ : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে।
২. গোলীয় দর্পণ : প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ এবং গোলীয় হয় অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠটি যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে গোলীয় দর্পণ বলে।
গোলীয় দর্পণ আবার দু’প্রকার। যথা–
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ।