দর্পণ প্রধানত দুই প্রকার। যথা–
- সমতল দর্পণ
- গোলীয় দর্পণ।
১. সমতল দর্পণ : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে।
২. গোলীয় দর্পণ : প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ এবং গোলীয় হয় অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠটি যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে গোলীয় দর্পণ বলে।
গোলীয় দর্পণ আবার দু’প্রকার। যথা–
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ।
১.উত্তল দর্পণ : যদি কোন গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তবে তাকে উত্তল দর্পণ বলে।
২.অবতল দর্পণ : যদি কোন গোলকের অবতল পৃষ্ঠ প্রতিফলকের ন্যায় আচরণ করে তবে তাকে অবতল দর্পণ বলে।