বিহিত মুদ্রা কি? বিহিত মুদ্রাকে কত ভাগে ভাগ করা যায়?
যে সকল মুদ্রা সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এবং যা লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে সবাই আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা (Legal Tender) বলা হয়।
যেমন- বাংলাদেশে প্রচলিত ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ৫০০ টাকা ও ১,০০০ টাকা প্রভৃতি কাগজি নোট এবং বিভিন্ন প্রকার ধাতব মুদ্রা প্রভৃতি হলো বিহিত মুদ্রা। সংকীর্ণ অর্থে মুদ্রা বলতে বিহিত মুদ্রাকেই বুঝায়।