আত্মবিলাপ কবিতার প্রশ্ন উত্তর
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত-এর।
‘আত্মবিলাপ’ কবিতায় কবি অনাহারে, অনিদ্রায় থেকে কী লাভ করতে চেয়েছিলেন?
উত্তর : যশোলাভ করতে চেয়েছিলেন।‘ক্ষণপ্রভা’ শব্দের অর্থ কী?
উত্তর : বিদ্যুৎ, বিজলি।
মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কী জাতীয় কবিতা?
উত্তর : মাইকেল মধুসূদন দত্তের আত্ম-বিলাপ একটি উৎকৃষ্ট গীতিকবিতা।
‘মেঘনাদবধ কাব্য’ কোন ধরনের রচনা?
উত্তর : সাহিত্যিক মহাকাব্য।
কবির দিন দিন কী ফুরিয়ে যায়?
উত্তর : আয়ু ও বল ফুরিয়ে যায়।
‘নিগড়’ শব্দের অর্থ কী?
উত্তর : শৃঙ্খল।
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় স্ত্রীর নাম কী?
উত্তর : হেনরিয়েটা।
‘আত্মবিলাপ’ কবিতাটি কয়টি স্তরে বিভক্ত?
উত্তর : আত্ম-বিলাপ কবিতাটি ৭টি স্তরে বিভক্ত।
বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কী?
উত্তর : মেঘনাদবধ কাব্য।
আধুনিক বাংলা কবিতার জনক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
মধুসূদন মাদ্রাজে অবস্থান করেন কোন সময়ে?
উত্তর : ১৮৪৮-১৮৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “আত্মবিলাপ কবিতার প্রশ্ন উত্তর” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।