কম্পিউটারে ৩ ধরনের মেমোরি লাগানো থাকে। প্রথমটি হলো আপনার সাধারন ব্যবহার করার জন্য যে স্টোরেজ লাগানো থাকে যেটা আপনি হার্ডড্রাইভ হিসেবে চেনেন। দ্বিতীয়টি হলো আপনার র্যাম এবং তৃতীয় মেমোরি হলো ক্যাশ। ক্যাশ মেমোরি দ্রুতগতি সম্পন্ন মেমোরি। এটি সরাসরি মাইক্রোপ্রসেসরের সাথে যুক্ত থাকে। এই মেমোরির তথ্য পরিবর্তন বা সংশোধন করা যায় না। এর তথ্য গ্রহণ এবং সঞ্চয়ের গতি বেশি। কিন্তু তথ্য ধারণ ক্ষমতা কম।
Offcanvas menu