বয়েলের সূত্র কি?

বিজ্ঞানী রবার্ট বয়েল বিভিন্ন গ্যাসের উপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন যে গ্যাসের আয়তনের সাথে প্রযুক্ত চাপের একটি পরস্পর বিপরীত (Inverse) সম্পর্ক আছে। এ সম্পর্ক তিনি একটি সূত্রের সাহায্যে প্রকাশ করেন। এটি বয়েলের সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো– “স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক।”
অর্থাৎ স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V এবং তার উপর প্রযুক্ত চাপ P হলে বয়েলের সূত্রানুসারে,

এখানে K একটি সমানুপাতিক ধ্রুবক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *