যে সব যন্ত্র স্ক্রু, নাট ইত্যাদি নীতির উপর ভিত্তি করে তৈরি, সে সব যন্ত্রে এ ধরনের ত্রুটি দেখা যায়। নতুন অবস্থায় যন্ত্রের এই ত্রুটি থাকে না বললেই চলে। কিন্তু একের পর এক ব্যবহারের ফলে স্ক্রু ক্ষয় হয়ে যায়। এর ফলে স্ক্রু আলগা হয়ে পড়ে এবং স্ক্রুকে উভয় দিকে একই পরিমাণ ঘুরালে সরণ সমান হয় না। এই ত্রুটিকে ব্যাকল্যাশ ত্রুটি বা পিছট ত্রুটি বলা হয়। পাঠ নেওয়ার সময় স্ক্রুকে একই দিকে ঘুরিয়ে এই ত্রুটি পরিহার করা যায়।
Offcanvas menu