পড়াশোনা

ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য কি?

1 min read
ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

ডেটা

  • তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহকে ডেটা বলে।
  • ডেটা হচ্ছে একক ধারণা।
  • ডেটা হচ্ছে উৎস।
  • ডেটা এলোমেলো শব্দ বা বর্ণের সমষ্টি।
  • ডেটা অর্থবহুল নয়।
  • সকল তথ্যই ডেটা হতে পারে।

তথ্য

  • ডেটাকে কম্পিউটারের সাহায্যে প্রয়োজনমতো প্রক্রিয়াকরণ করে যে রিপোর্ট তৈরি করা হয়, তাকে তথ্য বলে।
  • তথ্য হচ্ছে অনেক ডেটার সমন্বয়।
  • তথ্য হচ্ছে ফলাফল।
  • তথ্য সাধারণত সুন্দরভাবে সাজানো থাকে।
  • তথ্য অর্থবহুল।
  • সকল ডেটাই তথ্য নয়।
4.6/5 - (22 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x