পড়াশোনা

ওহম এর সুত্র ও সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স নির্ণয়

1 min read

▣ প্রশ্নঃ ওহমের সুত্রটি লিখ এবং এর মাধ্যমে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স নির্ণয় কর।

▣ উত্তরঃ
ওহম এর সুত্রঃ কোন পরিবাহির মধ্য দিয়ে সূষ্ম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহির বিভব (ভোল্টেজ) প্রার্থক্যের সমানুপাতিক।

ওহমের সুত্রের সাহায্যে সার্কিটের কারেন্ট নির্ণয়ঃ

সুত্রানুযায়ী আমরা জানি,

I = \frac {V}{R}
যেখানে, I = কারেন্ট,
V = ভোল্টেজ
R = রেজিস্ট্যান্স

ধরি, একটি সার্কিটে রেজিস্ট্যান্স R= 5 ওহম, ভোন্টেজ, V = 10 ভোল্ট

তাহলে, কারেন্ট, I = কত?

আমরা জানি, I = \frac {V}{R} = \frac {10}{5} = 2 অ্যাম্পিয়ার Ans.

ভোল্টেজ নির্ণয়ঃ আমরা জানি, I = \frac {V}{R} ∴ V = IR

ধরি, একটি সার্কিটের কারেন্ট, I = 4 অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্স, R = 20 ওহম তাহলে ভোল্টেজ = ?

V = IR = 4 × 20 = 80 volt Ans.

রেজিস্ট্যান্স নির্ণয়ঃ ওহমের সুত্রানুযায়ী, I = \frac {V}{R} ∴ R =  \frac {V}{I}

ধরি, কোন সার্কিটের ভোল্টেজ, V = 100 volt, কারেন্ট, I = 5 A ∴ R = ?

R =  \frac {V}{I} = \frac {100}{5} = 20 Ω Ans.

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x