সন্ধি ও সমাসের পার্থক্য কী? উদাহরণসহ লিখুন
সন্ধি-কি-সমাস-কি-সন্ধি-ও-সমাসের-প্রার্থক্য
✪ সন্ধি ও সমাস কি? সন্ধি ও সমাসের পার্থক্য কী? উদাহরণসহ লিখুন।
➤ উত্তরঃ
সন্ধি: দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দু‘ বর্ণের মিলনকে সন্ধি বলে।
যেমন, সিংহাসন = সিংহ + আসন
সমাস: বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে ।
যেমন, বিদ্যারূপ ধন = বিদ্যাধন
সন্ধি ও সমাসের দৃষ্টান্তসহ পাঁচটি মূল পার্থক্য নিচে দেয়া হলোঃ
সন্ধি | সমাস |
১. পরস্পর সন্নিহিত দু বর্ণের মিলনকে সন্ধি বলে ।
যেমন, বিদ্যালয় = বিদ্যা + আলয় । |
১. পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের একপদে পরিণত হওয়াকে সমাস বলে । যেমন, সিংহ চিহ্নিত আসন = সিংহাসন । |
২. সন্ধি তিন প্রকার।
যথাঃ স্বরসন্ধি, ব্যঞ্জন্সন্ধি ও বিসর্গ সন্ধি । |
২. সমাস ছয় প্রকার। যথাঃ দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস । |
৩. সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। | ৩. সমাস ব্যাকরণের রুপতত্ত্বে আলোচিত হয়। |
৪. সম্পর্ক শূন্য হলে সন্ধি হয় ।
যেমন- মিথ্যা + উক = মিথ্যুক |
৪. সম্পর্ক শূন্য হলে সন্ধি হয় কিন্তু সমাস হয় না।
যেমন, জমা ও খরচ = জমা-খরচ |
৫. সন্ধিতে বিভক্তি লুপ্ত হয় না ।
যেমন, হিম + আলয় = হিমালয়, এখানে ‘আ‘ বিভক্তি লুপ্ত হয়নি। |
৫. সমাসে বিভক্তি লুপ্ত হয় । যেমন, ছাত্রের বৃন্দ = ছাত্রবৃন্দ। এখানে ‘র‘ বিভক্তি লুপ্ত হয়ে |