রাডার হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যা তড়িচ্চৌম্বক তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে পারে। Radio Detection And Ranging এর সংক্ষিপ্ত রূপ হলো রাডার (RADAR)। ১৯৩৫ সালে রাডার আবিষ্কৃত হয়।
রাডারের ব্যবহার
১. দূরবর্তী কোনো বস্তুর অবস্থান ও দূরত্ব নির্ণয়ে।
২. যুদ্ধের সময় শত্রু বিমানের উপস্থিতি ও দূরত্ব নির্ণয় করার কাজে।
৩. ঝড়ের পূর্বাভাস প্রদানে।
৪. মিসাইল পরিচালনা ইত্যাদি।