সাধারণ জ্ঞান ✪ আপনি জানেন কি?

✪ আপনি জানেন কি? ★

১. ফিলিপাইনের মুদ্রার নাম কি? ➤উত্তরঃ পেসো।
২. ফিলিপাইনের এর রাজধানীর নাম কি? ➤উত্তরঃ ম্যানিলা।
৩. পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে আগামী দিনে বাংলাদেশের মাথাপিছু আয় কত হবে? ➤উত্তরঃ ১৪৬৬ মার্কিন ডলার।
৪. সিন্ধু নদ কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ➤উত্তরঃ ভারত ও পাকিস্তান।
৫. পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি? ➤উত্তরঃ আমাজন নদী।

৬. পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? ➤উত্তরঃ নীল নদ।
৭. পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? ➤উত্তরঃ আমাজন নদী।
৮. আমাজন নদী কোথায় অবিস্থিত? ➤উত্তরঃ দক্ষিণ আমেরিকায়।
৯. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? ➤উত্তরঃ প্রশান্ত মহাসাগর ( Pacific Ocean).
১০. সুর্যের নিকটবর্তী নক্ষত্র কোনটি? ➤উত্তরঃ Proxima Centauri.

১১. দেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? ➤উত্তরঃ চট্রগ্রাম।
১২. দেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? ➤উত্তরঃ ময়মনসিংহ।
১৩. পিসিকালচার বলতে কি বোঝায়? ➤উত্তরঃ মৎস চাষ।
১৪. এপিকালচার বলতে কি বোঝায়? ➤উত্তরঃ মৌমাছি চাষ।

১৫. ভারতের জন্মু-কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে? ➤উত্তরঃ পিডিপির নেত্রী মেহবুবা মুফতি।
১৬. সুইফট (SWIFT) এর পূর্ণরুপ কী? ➤উত্তরঃ Society for Worldwide Inter Bank Financial Telecommunication.
১৭. BCSIR এর পূর্ণরুপ কী? ➤উত্তরঃ Bangladesh Council of Scientific and Industrial Research.
১৮. প্রযুক্তিযন্ত্র নির্মাতা অ্যাপল ইনকরপোরেটেডের যাত্রা শুরু হয় কবে? ➤উত্তরঃ ১৯৭৬ সালের ১ এপ্রিল।
১৯. চলচিত্র দিবস কবে? ➤উত্তরঃ ৩ এপ্রিল।
২০. পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে? ➤উত্তরঃ ২০২০ সালে অস্ট্রেলিয়ায়।

২১. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? ➤উত্তরঃ ২২/৭
২২. আকাশে বিজলি চমকায় কেন? ➤উত্তরঃ মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে বিজলি চমকায় (মেঘে মেঘে ঘর্ষনের ফলে)।
২৩. যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে নির্বাচকমন্ডলী (Electoral Vote) সবচেয়ে বেশী? ➤উত্তরঃ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
২৪. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? ➤উত্তরঃ মালদ্বীপ। ২০০৮ সালে চালু হলেও ২০১৪ সালের ৩১ মার্চ বন্ধ।
২৫. বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে কোথায়? ➤উত্তরঃ বগুরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *