সারমর্ম – মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে
সারমর্ম লিখুনঃ
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
কেউ বা তোমায় ভালোবাসে
কেউ বা বাসতে পারে না যে,
কেউ বা বিকিয়ে আছে কেউ বা
সিকি পয়সা ধরে না যে
কতকটা বা তোমারো ভাই,
কতকটা এ ভবের গতিক—
সবার তরে নহে সবাই।
সারমর্মঃ জীবনে ভালো-মন্দ যাই ঘটুক তাকে সত্য মনে করে সহজভাবে মেনে নিতে হবে।
সংসারে সবাই সমান নয়, সবাই একই মানসিকতার অধিকারীও নয়। অন্যের কারণে কিংবা
নিজের কৃতকর্মের জন্য এমনকি নিয়তি নির্ধারিত দুঃখকে সহজভাবে গ্রহণ করতে হবে।