পড়াশোনা

সিমেন্টে এর গবেষণাগারে পরীক্ষা সমূহের নাম লিখুন। কার্যক্ষেত্রে সিমেন্ট পরীক্ষা উল্লেখ করুন।

1 min read

সিমেন্টে এর গবেষণাগারে পরীক্ষা সমূহের নাম লিখুন। কার্যক্ষেত্রে সিমেন্ট পরীক্ষা উল্লেখ করুন।

▣ সিমেন্টের গুণাগুণ জানার জন্য ল্যাব্রেটরীতে কি কি পরীক্ষা করা হয়?

➤ উত্তরঃ

সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের জন্য গবেষণাগারে নিম্নের প্রমাণ পরীক্ষা (Test) গুলো করা হয়।

১. সূক্ষ্মতা পরীক্ষা (Test for Fineness).

২. জমাটবদ্ধতার সময় পরীক্ষা (Test for Setting Time)

(i) প্রাথমিক জমাটবদ্ধতার সময় পরীক্ষা (Initial Setting Time Test)

(ii) চুড়ান্ত (Final Setting Time Test)

৩. খুঁতহীনতা পরীক্ষা (Test for Soundness).

৪. রাসায়নিক গঠন পরীক্ষা (Test for Chemical Compositions).

৫. শক্তি পরীক্ষা (Test for Strength)

(i) টেনসাইল স্ট্রেংথ (টান শক্তি) পরীক্ষা (Tensile Strength Test)

(ii) কম্প্রেসিভ স্ট্রেংথ (চাপ শক্তি) পরীক্ষা (Compressive Strength Test)

কার্যক্ষেত্রে সিমেন্ট পরীক্ষা (Field Test of Cement):

উপরিউক্ত পরীক্ষাগুলো গবেষণাগারে করা হয়ে থাকে। কার্যক্ষেত্রে (Field) সিমেন্টের ভাল মন্দ বোঝার জন্য কয়েকটি পরীক্ষা নিচে উল্লেখ করা হলোঃ

১. সিমেন্টের বস্তার ভিতর হাত দিলে ঠাণ্ডা অনুভূত হবে।

২. এক মুষ্টি সিমেন্ট পানিতে ফেললে ডুবে যাবে।

৩. হাতে মিহি পাউডারের মত অনুভূত হবে।

৪. এক মুষ্টি সিমেন্ট হাতে নিয়ে জড়ো করলে জড়ো হয়ে থাকবে।

৫. এক খন্ড কাঁচের পাতার উপর পোর্টল্যান্ড সিমেন্টের শক্ত পেষ্ট (Thick Paste) রেখে পানিতে ২৪ ঘন্টা ডুবিয়ে রাখলে ফাটল সৃষ্টি হবে না, বরং জমাটবদ্ধ হবে।

 

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x