পড়াশোনা

বাইনারি ও ডেসিমেল সংখ্যা পরিবর্তন | Binary to Decimal Conversion

1 min read

বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি (ইংরেজি: Binary number system) একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।

সংখ্যা পদ্ধতিকে সাধারণত ৪ ভাগে ভাগ করা হয়। (১) ডেসিমেল নাম্বার সিস্টেম, (২) বাইনারী নাম্বার সিস্টেম, (৩) অক্টাল নাম্বার সিস্টেম ‍ও (৪) হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমে অঙ্ক ১০ টি অর্থাৎ এর বেজ ১০ (১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০)। অনুরূপভাবে বাইনারী নাম্বার সিস্টেমের বেজ ২ (১,০), অক্টাল নাম্বার সিস্টেমের বেজ ৮ (১,২,৩,৪,৫,৬,৭,০), হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেমের বেজ ১৬(১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F, ০ )।

▣ Table of Different Kind of Numbers:

Decimal Roman Binary Hexadecimal
0 00 0
1 I 01 1
2 II 10 2
3 III 11 3
4 IV 100 4
5 V 101 5
6 VI 110 6
7 VII 111 7
8 VIII 1000 8
9 IX 1001 9
10 X 1010 A
11 XI 1011 B
12 XII 1100 C
13 XIII 1101 D
14 XIV 1110 E
15 XV 1111 F
50 L 110010 32
100 C 1100100 64
500 D 111110100 1F4
1000 M 1111101000 3E8
Decimal Binary
8 1000
16 10000
32 100000
64 1000000
128 10000000
256 100000000

 

▣ ডেসিমেল থেকে বাইনারি রুপান্তরঃ

  • যে সংখ্যাকে বাইনারি তে রুপান্তর করতে হবে সেটাকে ২ দিয়ে ভাগ করতে হবে
  • ভাগশেষ যা হবে তা নিতে হবে, যদি ০ হয় তাও নিতে হবে
  • যে ভাগফল আসবে সেটাকে আবার ২ দিয়ে ভাগ করতে হবে
  • ভাগশেষ যা হবে তা নিতে হবে, যদি ০ হয় তাও নিতে হবে
  • যে ভাগফল আসবে সেটাকে আবার ২ দিয়ে ভাগ করতে হবে
  • ভাগশেষ যা হবে তা নিতে হবে, যদি ০ হয় তাও নিতে হবে
  • এভাবে ভাগফল ১ না আসা পর্যন্ত  ২ দিয়ে ভাগ করতে হবে
  • ভাগফল ১ পেয়ে গেলে বাইনারি সংখ্যা হবে ১ এবং নিচ থেকে উপরের দিকে সব ভাগশেষগুলো পাশাপাশি বসে গঠিত সংখ্যা।

উদাহরণঃ  16 সংখ্যাকে বাইনারি তে রুপান্তর

  • 16 ÷ 2 = 8 ; ভাগশেষ 0
  • 8 ÷ 2 = 4 ; ভাগশেষ 0
  • 4 ÷2 = 2; ভাগশেষ 0
  • 2 ÷ 2 = 1; ভাগশেষ 0

16 এর ক্ষেত্রে বাইনারি সংখ্যা = 10000

উদাহরণ ২ঃ 17 কে বাইনারি তে রুপান্তর

  • 17 ÷ 2 = 8 ; ভাগশেষ 1
  • 8 ÷ 2 = 4 ; ভাগশেষ 0
  • 4 ÷2 = 2; ভাগশেষ 0
  • 2 ÷ 2 = 1; ভাগশেষ 0

17 এর ক্ষেত্রে বাইনারি সংখ্যা = 10001

▣ বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রুপান্তরঃ

  • বাইনারি সংখ্যাটির ডান দিক থেকে বাম দিকের বিট গুলিকে তাদের স্থানীয় মান দ্বারা গুন করতে হবে।
  • এরপর গুণফল গুলো যোগ করলে যে সংখ্যা হবে তা ডেসিমেল সংখ্যা।

উদাহরণঃ  110001 কে ডেসিমেল সংখ্যায় রুপান্তর

1 × 1 = 1
0 × 2 = 0
0 × 4 = 0
0 × 8 = 0
1 × 16 = 16
1 × 32 = 32

ডেসিমেল সংখ্যা= 1+0+0+0+16+32= 49

আরো জানতে ক্লিক করুন

5/5 - (24 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x